শিরােপায় চোখ রেখে লুকা মদ্রিচদের নিয়ে বিশ্বকাপে রানার্সআপদের দল

0
92

স্পোর্টস ডেস্ক:: শুরু হয়েছে বিশ্বকাপ উত্তেজনা। ব্রাজিল-আর্জেন্টিনার পর একে একে দল দিচ্ছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো। এবার বিশ্বকাপের দল দিলো বর্তমান রানার্সআপরা। রাশিয়া বিশ্বকাপের চমক ছিলো ক্রোয়েশিয়া। ফুটবল বিশ্বকে চমকে দিয়ে গত বিশ্বকাপের ফাইনাল খেলে দলটি। দারুণ ক্রীড়া নৈপুণ্যে মন জয় করে নেয় ফুটবল প্রেমীদের। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের রানার্সআপ হয় দলটি। এবার তাদের চোখ আরেক ধাপ উপরে। গত আসরের রানার্সআপরা এবার চাইবে নিশ্চয়ই শিরোপা।

কাতার বিশ্বকাপে শিরোপায় চোখ রেখে অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দল দিলো ক্রোয়েশিয়া। ২৬ সদস্যের দলে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ আর সিনিয়র ফুটবলাররাও আছেন। লুকা মদ্রিচ থেকে শুরু করে ইভান পেরেসিচ, দোমাইগো ভিদা সবাই আছেন বিশ্বকাপ দলে। ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ সেরা দলটাই বেছে নিয়েছেন বিশ্বকাপের জন্য।

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়ার দল ঘোষণা করা হয়েছে। বুধবার ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তরুণরা। ২৬ সদস্যের দলে আছেন ডিফেন্ডার ডিজান লভরেন, ডমাগোজ ভিদা। মিডফিল্ডার লুকা মদ্রিচ বিশ্বকাপ দলে আছেন অনুমিতভাবেই। ফরোয়ার্ডে ইভান পেরেসিচও জায়গা পেয়েছেন।

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্রোয়াটদের অভিযান। ‘ই’ গ্রুপের অন্য দুই দল বেলজিয়াম ও কানাডা। ২৭ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচ কানাডার বিপক্ষে খেলবে ক্রোয়াটরা। গত আসরে সেমিফাইনালে খেলা বেলজিয়ামের বিপক্ষে ১ ডিসেম্বর মাঠে নামবে তারা।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল: গোলরক্ষক: ডমিনিকি লিভাকভিচ (ডায়নামো জাগরেভ), ইভো গারবিক (অ্যাথলেটিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিক (ওসিজেক)।

ডিফেন্ডার: জোসিপ স্টানিসিক (বায়ার্ন মিউনিখ), বর্না সোসা (স্টুয়ার্টগার্ড), জসকো জিভারডিওল (আরবি লাইপজিগ), ডিজান লভরেন (জেনিথ), বর্না বারিসিক (রেঞ্জার্স), ডমাগোজ ভিদা (এইকে এথেন্স), জোসিপ জুরানোভিক (সেল্টিক), মার্টিন আর্লিক (সাসুলো), জোসিপ সুটালো (ডায়নামো জাগরেভ)।

মিডফিল্ডার: লুকা মডরিচ (রিয়ার মাদ্রিদ), মাতেও কোভাচিক (চেলসি), মার্সেলো ব্রোজোভিক (ইন্টার মিলান), মারিও পাসালিক (আটালান্টা), নিকোলা ভালাসিক (তুরিনো), ক্রিস্টিজান জাকিচ (ইনট্রাক্ট ফ্রাঙ্কফুট ), লভরো মাজের (রেনেস), লুকা সুচিক (রেল বুল সলসবার্গ)।

ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ কারামিক (হফেনহেইম), মার্কো লিভাজা (হাজডুক স্পিলিট), ব্রুনো পেটকোভিক (জায়নামো জাগরেভ), মিসলাভ ওরসিক (জায়নামো জাগরেভ), আন্তে বুদিমির (ওসাসুনা)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/0০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here