নিজস্ব প্রতিবেদক: সিলেট অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হয়েছে সিলেট জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল ও মৌলভীবাজার জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দল।
আজ বুধবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মৌলভীবাজার ১৪৬ রানের টার্গেট দিয়েছে সিলেটকে।
মৌলভীবাজার ৪৫.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অর্ধশতক হাঁকান সালমান। তিনি ব্যক্তিগত ৫১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া রুহেল ১৮, জাফর ও রায়হান ১৭ রান করে সংগ্রহ করেন।
সিলেটের হয়ে আকাশ ৩টি, লাবিব, সিয়াম, অর্ক ২টি করে উইকেট পান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে কোন রান সংগ্রহ করতে পারেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০