স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দীর্ঘ পাঁচ বছর পর ফিরেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। নতুন ফেরাটা শিরোপায় রাঙাতে চায় দলটি। বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক আকবর আলী আছেন দলটি। বিপিএল প্রস্তুুতি শুরুর দিনে তিনি জানালেন, স্বপ্নে শিরোপা ছোঁয়ার কথা।
দুর্বার রাজশাহী নামে এবারের বিপিএলে ফিরেছে রাজশাহী। শুক্রবার প্রথম দিনের মতো মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছে দলটি। বিশ্ব চ্যাম্পিয়ন আকবর আলী এদিন কথা বলেছেন গণমাধ্যমের সাথে। জানিয়েছেন, বিপিএলের সেরা দল হওয়ার লক্ষ্যের কথা। তিনি বলেন‘আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি।
বাংলাদেশ প্রথমবার কোনো বিশ্বকাপ জিতেছিলো। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে বাংলাদেশ। টাইগার যুব দলের অধিনায়ক ছিলেন আকবর। ব্যাট হাতেও দলনে নেতৃত্ব দেন সামনে থেকে। বিপিএলে মিডল অর্ডাে ব্যাট করতে চান তিনি। সাংবাদিকদের বলেন, ‘ ব্যক্তিগতভাবে চিন্তা করলে আমি মনে করি, পাঁচ নম্বর জায়গাটা খুব ভালো হবে। চার বা পাঁচ নম্বর। এর নিচে না। তবে দিন শেষে দল আমাকে যেভাবে চিন্তা করবে, সেভাবে খেলতে হবে। ব্যক্তিগত ইচ্ছার কথা নেওয়া হলে চার বা পাঁচ নম্বরে খেলতেই পছন্দ করব।’
বিপিএলের উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। আগামি ৩০ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০