স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দাপট দেখিয়েই চলছে বসুন্ধরা কিংস। এবার দলটি হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। দলটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেল কিংস শিবির।
চট্টগ্রাম আবাহনীর ঘরের মাঠ খ্যাত কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে একমাত্র গোলটি আসে ৫২তম মিনিটে। কিংসদের হয়ে জয়সূচক সেই গোলটি করেন নুহা মারোং। এর বাইরে ম্যাচে আর কোনো গোল হয়নি। প্রথমার্ধেও দেখা মেলেনি কোনো গোলের।
এই এক গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টুর্নামেন্টের হট ফেবারিট। স্বস্তির জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল দলটি। একইসাথে শিরোপার আরও কাছে চলে গেল অস্কার ব্রুজনের শিষ্যরা।
এদিকে সমান ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী। এই নিয়ে টানা চার হার দেখল মারুফুল হকের শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা