স্পোর্টস ডেস্কঃ লিগ ওয়ানের ম্যাচে গত রাতে কিলিয়ান এমবাপে ও ওসমান দেম্বেলেকে ছাড়াই সাজায় একাদশ। তাতে অবশ্য কোনো অসুবিধাই হয়নি। লিওঁর বিপক্ষে তারা তুলে নিয়েছে সহজ এক জয়। তাতে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল লুইস এনরিকের দল।
পার্ক দে প্রিন্সেসে লিওঁকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে বরাবরের মতো টেবিলের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে এএস মোনাকো। আর ৪৪ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে আছে লিওঁ। ম্যাচের মাত্র ৩ মিনিটে আত্মঘাতী গোলে প্রথম লিড পায় পিএসজি। লিয়নের লিমাঞ্জা মাতিক ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন।
৬ মিনিটে পিএসজিতে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুকাস বেরালদো। বাকি গোল দুটি করেন গনচেলো রামোস (৩২ ও ৪২ মিনিটে)। অপরদিকে লিয়নের হয়ে একমাত্র গোলটি করেন আর্নেস্ট ন্যুমা। ৩৭ মিনিটে গোলটি করেন তিনি। এ নিয়ে লিগ ওয়ানে টানা ২৪ ম্যাচে অপরাজিত রইল ফরাসি চ্যাম্পিয়নরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post