স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার এবারের আসরে শিরোপার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের হাতে টানা দ্বিতীয় শিরোপা দেখছেন চিলির মিডফিল্ডার আর্তুরু ভিদাল।
আর্জেন্টিনার ইউটিউবার দাভো শেনেইজের সঙ্গে আলাপচারিতায় ৩৭ বছর বয়সী ভিদাল বলেন, বিশ্বকাপ জয়ের পর আরও শক্তিশালী হয়েছে আর্জেন্টিনা। ভিদাল বলেন, ‘আর্জেন্টিনা শিরোপার এক নম্বর দাবিদার। তারা খুব শক্তিশালী, দল হিসেবে তারা অনেক আত্মবিশ্বাসী। বিশ্বকাপের পর তাদের অনেক উন্নতি হয়েছে। কলম্বিয়া, উরুগুয়ে ও আমার চিলিও ভালো দল।’ এদিকে ব্রাজিলকে নিয়ে ভিদাল বলেন, ‘তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিন্তু দল হিসেবে তারা আমাকে মুগ্ধ করতে পারেনি।’
এদিকে কোপা আমেরিকার মুকুট ধরে রাখা সহজ হবে না বলে আগেভাগেই দলকে সতর্ক করে দিয়েছেন লিওনেল মেসি। আসর শুরুর আগে বিশ্বকাপজয়ী এই তারকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আজ আমরা বলতে পারি যে, আমরাই সেরা। কেননা, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এটা আমাদেরকে এই বিশ্বাস তৈরি করে দেবে না যে, মাঠে নামলেই আমরা কোপা আমেরিকা জিতে ফেলব। ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সবগুলো দলই কঠিন। খুবই ভালো মানের একটি প্রজন্ম আছে একুয়েডর দলে, যারা জানে তারা কী চায়। তীব্রতা আছে তাদের খেলায়। বল পায়ে তাদের পরিকল্পনা পরিষ্কার, তারা জানে কী করবে এবং শারীরিকভাবেও তারা শক্তিশালী; কলম্বিয়া, উরুগুয়েও আছে এবং বলার অপেক্ষা রাখে না, ব্রাজিলও আছে…এ কারণে আমি বলছি, এবারের কোপা উন্মুক্ত; আমাদের গ্রুপেরও একই অবস্থা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post