শিরোপার লড়াইয়ে আর্সেনালকে টপকে শীর্ষে ম্যানসিটি

0
65

স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে টপকে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ড-জুলিয়ান আলভারেজের গোলে ফুলহ্যামকে হারিয়ে শিরোপার লড়াইয়ে শীর্ষে উঠলো পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

রাতের ম্যাচের শুরুইতে হল্যান্ড ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ফুলহ্যামও সমতায় ফেরে দ্রুত। তবে হার এড়াতে পারেনি দলটি। আলভারেজ ম্যানইউকে জিতিয়েই মাঠ ছেড়েছেন।

শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট নিয়ে এগিয়ে গেছে ম্যানসিটি। শিরোপর দৌড়ে দুই দলের লড়াই দারুণ জমেছে। ৩৩ ম্যাচে ২৩ জয়ে ৭৫ পয়েন্ট আর্সেনালের। ৩২ ম্যাচে ২৪ জয়ে ৭৬ পয়েন্ট ম্যানচেস্টার সিটির।

ফুলহ্যামের বিপক্ষে ম্যাচের শুরুতেই সিটি লিড নেয়। আর্লিং হল্যান্ড তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পেনাল্টির গোলে এগিয়ে যাওয়া সিটি এই লিড বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি। ম্যাচের ১৭তম মিনিটেই কার্লোস ভিনিসউসের গোলে ফুলহ্যাম সমতায় ফেরে।

ম্যাচে সমতাও বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি ফুলহ্যাম। মিনিট পনেরো পরেই ম্যানচেস্টার সিটিকে আবারো এগিয়ে দেয়ন জুলিয়ান আলভারেজ। ৩৬তম মিনিটে তার গোলেই সিটি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। প্রথমার্ধে ফুলহ্যাম আর সমতায় ফিরতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর সিটি গোলের জন্য চেষ্টা করে। কয়েকটি আক্রমণও করে। ফুলহ্যামও ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে গার্দিওয়ালার দলের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। দুই দলই আর গোলের দেখা পায়নি। ২-১ ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ে সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here