স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পেল না আর্সেনাল। বুধবার রাতে ঘরের মাঠে ৪-১ গোলে গানারদের হারিয়ে শিরোপার দৌঁড়ে আরও এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। হারলেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে আর্সেনাল।
পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৭৫। তবে স্বস্তিতে নেই তারা। কারণ সিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে মিকেল আর্তেতার শিষ্যর। ২ ম্যাচ কম খেলা সিটিজেনরা পিছিয়ে আছে মাত্র ২ পয়েন্টের ব্যবধানে। অর্থাৎ শিরোপা ধরে রাখার জন্য তাদেরকে এখন আর অন্য কারও দিকে তাকাতে হবে না। নিজেদের ভাগ্য রয়েছে নিজেদের হাতের মুঠোয়।
সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমরা আমাদের মনোযোগ হারাতে পারি না। এখন এটা (শিরোপা) আমাদের হাতে। পরের তিনটি ম্যাচ তুলে ধরবে আমরা যা করতে চাই তা করতে পারি কি-না। বাস্তবতা হলো আমরা এখনো আর্সেনালের পেছনেই আছি। এটা আমাদের জন্য সহজ হবে না। ম্যাচ বাই ম্যাচ; দেখি কি হয়। এটা যখন আমাদের হাতে, আমাদের এটা ব্যবহার করতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০