স্পোর্টস ডেস্ক:: লা লিগার শিরোপা জয়ের খুব কাছে বার্সেলোনা। শিরোপার দৌড়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ১১ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে দলটি। ভিয়ারিয়ালকে হারিয়ে মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ায় লেভানডফস্কিরা।
পেদ্রির গোলে রাতের ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে জাভির দল। লা লিগায় ২১ ম্যাচে ১৮ জয়ে ৫৬ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে আছে মাদ্রিদরা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছে। ২০ ম্যাচ খেলা দলটি জিতেছে ১৪ ম্যাচ। তাদের পয়েন্ট ৪৫।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই বার্সা নিয়ন্ত্রণ নেয়। পেদ্রির গোলে ১৮তম মিনিটেই লিড নেয় তারা। লেভানডফস্কির দারুণ ফ্লিকে বল পেয়ে যান তিনি। জালে জড়াতে একটু ভুল করেননি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাভির দল।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোল আদায়ের চেষ্টা করে। ভিয়ারিয়াল ম্যাচে ফিরতে আক্রমণও করে বেশ। বল রাখে নিজেদের নিয়ন্ত্রণে। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি। বার্সাও ব্যবধান আর বড় করতে পারেনি। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post