স্পোর্টস ডেস্ক:: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের চাকরিচ্যুত হওয়া অনেকটাই নিশ্চিত ছিলো। মৌসুম শেষের আগেই গুঞ্জন উঠে ম্যানইউ কোচ বদল করছে। এফএ কাপের ফাইনালের আগে সেটি আরো নিশ্চিত হয়।
তবে শেষ পর্যন্ত আর চাকরি যাচ্ছে না এরিক এন হাগের। এফএ কাপের শিরোপা জিতে যায় ম্যানচেইউনাইটেডের। যার কারণে চাকরিচ্যুত হচ্ছেন না কোচ। সিদ্ধান্ত বদলেছে ক্লাব কর্মকর্তাদের। স্কাই স্পোর্টস নিউজ এমন খবর দিয়েছে।
ব্যর্থতার জন্য দ্বিতীয় মৌসুমেই চাকরি থেকে বরখাস্তের গুঞ্জন যখন উঠে, তখনি টেন হাগ যেনো ঘুরে দাঁড়ান। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে হারিয়ে দেয় তার দল। ম্যানইউর ডাগ আউটে দাঁড়িয়ে দ্বিতীয় শিরোপা জেতায় চাকরি থেকে আর ইস্তফা দিতে হয়নি তার।
২০২৩-২৪ মৌসুমের রিভিউ করার পর তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। আগামী মৌসুমের শেষেই টেন হাগের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে ক্লাবটির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post