স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, গানাররা ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে আছে তারা। যদিও ম্যানচেস্টার সিটির কাছে শীর্ষস্থান হারিয়েছে গানাররা।
সিটির কাছে শীর্ষস্থান হারালেও শিরোপার দৌড় শেষ হয়ে যায় নি আর্সেনালের, এমনটাই জানিয়েছেন কোচ আর্তেতা। সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমাদের মৌসুমের সবচেয়ে সুন্দর সময়টা এখনো বাকি। লিগ শেষ হতে ৫ ম্যাচ বাকি আছে। আমি এটাকে এখনো এভাবে দেখছি যে শিরোপা দৌড় শেষ হয়ে যায়নি।’
আর্তেতা আরো বলেন, ‘আগামী মৌসুমে এ অবস্থায় থাকতে আমি অনেক অর্থ খরচ করব। আমাকে বিশ্বাস করুন, অনেক খরচ করব। তাই আমি এখন শুধু এই মুহূর্তটা লম্বা করতে চাই এবং শিরোপার জন্য ছুটতে চাই। আগামীকাল চেলসির বিপক্ষে জিততে হবে, এটাই এখন করণীয়।’
৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে. নিউক্যাসল ইউনাইটেড ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানচেস্টার ইউনাইটেড ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে আছে চারে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০