স্পোর্টস ডেস্কঃ ২০১৯ সালের পর আর লা লিগা শিরোপা জেতা হয় নি বার্সেলোনার। তবে এবার তাদের হাতে ২৭তম শিরোপা আসছে। লিগে আর বাকি আছে ছয় ম্যাচ। বার্সেলোনা পয়েন্ট তালিকার শীর্ষে আছে ১১ পয়েন্ট এগিয়ে থেকে। এখন তো শিরোপাকে স্রেফ সময়ের ব্যাপারই বলা যায়।
রিয়াল বেতিসের বিপক্ষে শনিবার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সা। ম্যাচ জয়ের পর কাতালানদের কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘শিরোপার দিকে এটি একটি পদক্ষেপ। এই ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, আমরা এ দিন নিজেদের ফিরে পেয়েছি। শিরোপা জয়ের পথে বড় এক পদক্ষেপ এই জয়।’
জাভি আরো বলেন, ‘গত কিছুদিনের পারফরম্যান্সের পর আজকে দলের প্রয়োজন ছিল নিজেদের মেলে ধরা। ওরা তা পেরেছে। এখন আমি অনেকটা নিশ্চিত। শিরোপা জয়ের অনুভূতি দোলা দিচ্ছে আমাকে।’
৩২ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৪৯ নিয়ে ছয় নম্বরে আছে বেতিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০