শিলাবৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

0
61

স্পোর্টস ডেস্কঃ রাওয়ালপিন্ডিতে জিতল বৃষ্টি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটি পরিত্যক্ত হয়েছে। বেশ শিলাবৃষ্টি হয়েছে রাওয়ালপিন্ডি শহরে। টস হেরে আগে ব্যাট করে কিউইদের ইনিংসের ৭ বল বাকি থাকতে হানা দেয় বৃষ্টি। স্কোর বোর্ডে সফরকারীদের রান তখন ১৬৪। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বৃষ্টি না থামায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

পরিত্যক্ত হওয়া ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন চাদ বোজ। মাত্র ৩৩ বলে মাইলফলক স্পর্শ করেন কিউই ব্যাটার। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করেন বোজ। ৭ চার ও ১ ছক্কায় ইনিংস সাজান তিনি। মার্ক চ্যাপম্যান খেলেন ৭১ রানের দুর্দান্ত এক ইনিংস। ৪২ বলে ১০ চার ও ১ ছক্কা হাঁকান তিনি।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ৪ ওভারে খরচ করেন ৪০। উইকেট নেন একটি। ইমাদ ওয়াসিম ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে নেন ৩ উইকেট। ১৯তম ওভারের পঞ্চম বলে রাচিন রবীন্দ্র আউট হওয়ার পর হানা দেয় বৃষ্টি। নির্ধারিত সময়ে সেটি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here