স্পোর্টস ডেস্কঃ ইন্টার মিলানে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে গত জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আন্দ্রে ওনানা। ৪ কোটি ৭২ লাখ পাউন্ড মূল্যের এই গোলকিপার ইউনাইটেডের হয়ে ৬ ম্যাচ খেলে এ পর্যন্ত ১৪ গোল হজম করলেন। সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাঁর।
গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও চার গোল হজম করেন ওনানা। যেখানে আছে তাঁর এক শিশুতোষ ভুলও! হারের পর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজের ভুলের হেরেছে ম্যান ইউ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৮ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। গোল করেন লিরয় সানে।
সানের গোলটি হয়েছে ওনানার ভুলে। চার মিনিট পরে ব্যবধান ২-০ করে প্রথমার্ধ শেষ করেন বায়ার্নের সের্গি গিনাব্রি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যানইউ স্ট্রাইকার হোয়লুন্ড গোল করে ম্যানইউকে ম্যাচে ফেরান। কিন্তু বায়ার্নের সামনে খেই হারানো ম্যানইউ পেনাল্টি দিয়ে আবার পিছিয়ে পড়ে। ম্যাচের ৫৩ মিনিটে গোল করেন হ্যারি কেন।
কাসেমিরো ম্যাচের ৮৮ মিনিটে গোল করে হারের ব্যবধান কমানোর বার্তা দেন। তিনি গোল করে ৪-২ করে ফেলেন ম্যাচ। কিন্তু যোগ করা সময়ে আবার গোল করে বায়ার্ন। কাসেমিরো শেষ বাঁশির ঠিক আগে গোল করলে ছোট হারের ব্যবধানে মাঠ ছাড়ে ম্যানইউ। ওনানা ভুল না করলে সমতা নিয়ে ফিরতে পারতো দলটি।
ম্যাচ শেষে ওনানা নিজের গণমাধ্যমের সাথে কথা বলে নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমার ভুলের পর ম্যাচে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছি। আমার জন্য পরিস্থিতিটা কঠিন। দলের মাথা নত হয়েছে আমার কারণে। আমার কারণেই দল এ ম্যাচ জিততে পারেনি। তবে এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। গোলকিপারদের জীবন এমনই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০