স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় প্রথমবার খেলতে নেমে নান্দনিক এক গোল করেন জুড বেলিংহাম। যতক্ষণ খেলেছেন ততক্ষণ মাঠে তার উপস্থিতিও ছিল দারুণ। এ যেন স্বপ্নের অভিষেক! বেলিংহামের দ্যুতি ছড়ানো ম্যাচে জয় দিয়ে নতুন মৌসুম শুরু হলো লা লিগার সফলতম দল রিয়ালের। গত রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলে জিতে মৌসুম শুরু করে কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় অভিষেক ম্যাচে দারুণ খেলা বেলিংহাম আলাদা জায়গা পেয়ে গেছেন রিয়াল কোচের হৃদয়ে। ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেন, ‘বেলিংহাম অনেক উঁচু মানের খেলোয়াড়। সে ব্যক্তিত্ববান এবং খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারে। মনে হচ্ছে, সে অনেক দিন ধরেই আমাদের সঙ্গে আছে। দল এভাবে খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা এ জায়গায় অনেক কাজ করেছি। ভালভের্দে ও কামাভিঙ্গা অনেক ভালো কাজ করেছে। ফলে আমরা রক্ষণে কম ভুগেছি। আর সামনে থাকা তিনজনও খুব বিপজ্জনক।’
বিশ্ব ফুটবলারের আলোচিত তরুণ প্রতিভা বেলিংহামকে এই মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে আনে রিয়াল। স্বল্প সময়েই কোচের মন জয় করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post