স্পোর্টস ডেস্কঃ উইম্বলডনে অঘটনের জন্ম দিয়েছেন আলিজি কর্নেট। নারী এককের তৃতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছেন ইগা সুইয়াটেক। যিনি কিনা টানা ৩৭ ম্যাচের জয়ের রেকর্ড গড়েছেন। বর্তমানে নারীদের র্যাঙ্কিংয়ে সবার শীর্ষেও আছেন।
আর তাকেই কিনা হারিয়ে দিয়েছেন র্যাঙ্কিংয়ের ৩৭ নম্বরে থাকা কর্নেট। উম্বলডনের তৃতীয় রাউন্ডে সুইয়াটেককে যথাক্রমে ৬-৪, ৬-২ সেটে হারিয়েছে ৩৭ বছর বয়সী কহনে। এতে করে ফরাসি এই টেনিস তারকা নিশ্চিত করলেন চতুর্থ রাউন্ড।
এদিকে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের পর হারের দেখা পেল ২১ বছর বয়সী সুইয়াটেক। দুর্বার গতিতে ছুটে যাচ্ছিলেন। গেল মাসে ফরাসি ওপেনসহ জিতেছেন টানা ছয় শিরোপা। পোলিশ তারকা ছিলেন ফেবারিট উইম্বলডনে। তবে তাকে বিদায় নিতে হলো তৃতীয় রাউন্ড থেকেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা