স্পোর্টস ডেস্কঃ পারল না ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্টের সঙ্গে ড্র করে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা হলো না সিটির। শনিবার ফরেস্টের মাঠে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বের্নার্দো সিলভার গোলে জয়ের পথেই ছিল পেপ গার্দিওলার দল। তবে শেষ দিকে ব্যবধান ঘুচিয়ে তাদের একরাশ হতাশা উপহার দিল ফরেস্ট। এই ড্রয়ের পর ২৪ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫২। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে ফেরে আর্সেনাল। সিটির সামনে সুযোগ আসে শীর্ষস্থান পুনরুদ্ধারের, কিন্তু পারল না ম্যানচেস্টারের দলটি। যদিও ম্যাচে আধিপত্য ধরে রাখে তারা। পুরো ম্যাচে সিটি বলের দখল রেখেছে ৭৩ শতাংশ। গোল লক্ষ্য করে শট নিয়েছে ২৩, যার মধ্যে ৬টি ছিল পোস্টে। এই ৬ শটের যেটিতে গোল হয়েছে, সেটি সিলভার।
শুরু থেকেই দারুণ খেলতে থাকা সিটি এগিয়ে যায় ৪১ মিনিটে। জ্যাক গ্রিলিশের পাস পেয়ে ২০ গজ দূর থেকে নেওয়া জোরাল শটে বল জালে পাঠান সিলভা। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সমতা ফেরায় ফরেস্ট। ডান দিক দিয়ে আক্রমণে ওঠে তারা। মর্গ্যান গিবস-হোয়াইটের পাস দূরের পোস্টে পেয়ে বাঁ পায়ের টোকায় ফাঁকা জালে পাঠান ক্রিস উড। উল্লাসে মেতে ওঠে ফরেস্টের গ্যালারি।
২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিনে নিজেদের মাঠে সাউদাম্পটনের কাছে ১–০ গোলে হেরেছে চেলসি। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আছে তালিকার দশম স্থানে। ২৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ফরেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post