স্পোর্টস ডেস্কঃ নতুন করে ওয়ানডে র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর সেখানে সবার ওপরে নামটা ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও উন্নতি করেছেন র্যাঙ্কিংয়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরোদ্ধার করেছেন বুমরাহ। ২০২০ সালে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে হাতছাড়া করেছিলেন শীর্ষস্থান। আর সেই জায়গা আবার ফিরে পেয়েছেন বোল্টকে সরিয়েই। তিন ধাপ উন্নতি করে ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন বুমরাহ।
এদিকে উন্নতি করেছেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজও। এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে ওঠে এসেছেন এই ক্রিকেটার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৭৫। একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে সেরা দশে অবস্থান করছেন তিনি। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হওয়াতে এই স্বীকৃতি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা