স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে সুযোগ আসে টেবিল টপার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার। সেই সুযোগ হাতছাড়া করেনি পেপ গার্দিওলার দল। রোববার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে আবারও দুইয়ে উঠে এল সিটিজেনরা।
ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিটে লিড নেয় ম্যানসিটি। গোল করেন সিটিজেনদের স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। রিয়াদ মাহরেজের কর্নারে হেডে গোলটি করেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ঝাঁপিয়ে পড়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি।
৩৯ মিনিটের ব্যবধান ২-০ করেন ইলকাই গুন্ডোগান। ডান দিক থেকে আর্লিং হলান্ডের দূরের পোস্টে বাড়ানো পাস পেয়েই প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে তিন গোলের লিড নেয় পেপ গার্দিওয়ালার দল। পেনাল্টি থেকে বল জালে পাঠান মাহরেজ। ডি-বক্সে গ্রিলিশ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পেয়েছিল সিটি।
৬১ মিনিটে এক গোল শোধ করলেও ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাস্টন ভিলা। বের্নার্দো সিলভার কাছ থেকে বল কেড়ে নিয়ে দগলাস লুইস বাড়ান ওলি ওয়াটকিন্সকে। বল পায়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। এই গোল শেষ পর্যন্ত ভিলার হারের ব্যবধানই কমিয়েছে।
২২ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরেছে সিটি। এক ম্যাচ কম খেলে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দিনের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির জয়ে আবারও তারা নেমে গেছে তিন নম্বরে, ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post