স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী লিভারপুলকে নাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে অলরেডদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি ড্র হয়েছে ২-২ ব্যবধানে। এতে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছে ইয়ের্গুন ক্লপের দলের প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের স্বপ্ন।
গত রাতে ইউনাইটেডকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লিভারপুলের সামনে। তবে ড্র করে দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে মোহাম্মদ সালাহ-দারউইন নুনেজদের। ৩১ ম্যাচ ৭১ পয়েন্ট নিয়ে সবার উপরে আর্সেনাল। পয়েন্ট সংখ্যা সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে তার পরেই আছে ক্লপের দল। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
খেলার ২৩ মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় জার্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ওই গোল শোধ দিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। ১৭ মিনিট পর ঘরের সমর্থকদের আবারও আনন্দের উপলক্ষ এনে দেন কোবি মাইনো। ম্যাচ শেষে লিভারপুলের কোচ ক্লপ জিততে না পারার কারণ হিসেবে দেখিয়েছেন সহজ সব সুযোগ মিস করাকে। তিনি বলেছেন, ‘ওল্ড ট্রাফোর্ডে ১–০ গোলে এগিয়ে যাওয়া এবং (প্রথমার্ধে) ১৫–০ শটের পরিসংখ্যান অসাধারণ। আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। আমি কি ১০ পয়েন্টের পার্থক্য আশা করব? সেটা অবশ্যই করতে পারি। কিন্তু যা পেয়েছি, সেটা মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post