স্পোর্টস ডেস্কঃ নতুন করে হালনাগাদ করা হয়েছে ফিফা র্যাঙ্কিং। যেখানে আগের অবস্থানই ধরে রেখেছে ব্রাজিল। শীর্ষ দশে বেশ কয়েকটি জায়গায় রদবদল হয়েছে। উন্নতি করেছে আর্জেন্টিনা দল। এছাড়া উন্নতি করেছে স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক। তবে অবনতি হয়েছে ফ্রান্স, ইতালি, পর্তুগালের মতো দলের।
আগের অবস্থান শীর্ষ স্থানেই রয়েছে ব্রাজিল দল। আগের থেকে ৪.৮৭ পয়েন্ট বাড়িয়ে ১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫.০৮ পয়েন্ট কমলেও ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বেলজিয়াম। তবে সেরা তিন ওঠে এসেছে আর্জেন্টিনা। ৫.৫২ পয়েন্ট বাড়িয়ে ১৭৭০.৬৫ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে অবস্থান করছে লিওনেল মেসির দল।
২৫ পয়েন্ট কমে ১৭৬৪.৮৫ পয়েন্ট নিয়ে এখন চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। উয়েফা নেশন্স লিগে দলের ব্যর্থতাই যার বড় কারণ। নেশন্স লিগে বাজে পারফর্মেন্সে ২৪.২৫ পয়েন্ট কমলেও, ১৭৩৭.৪৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই অবস্থান করছে ইংল্যান্ড।
৭.৭৪ পয়েন্ট বাড়িয়ে ১৭১৬.৯৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ওঠে এসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ৯.৪৫ পয়েন্ট কমে ১৭১৩.৮৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেছে চারের বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ২০.৭৫ পয়েন্ট বাড়িয়ে ১৬৭৯.৪১ পয়েন্ট নিয়ে আট নম্বরে ওঠে এসেছে নেদারল্যান্ডস। সেরা দশের বাকি দুই দল যথাক্রমে পর্তুগাল ও ডেনমার্ক।
৩.৮৭ পয়েন্ট কমে ১৬৭৮.৬৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। আর ১১.৮৭ পয়েন্ট বেড়ে ১৬৬৫.৪৭ পয়েন্ট নিয়ে সেরা দশে ওঠে এসেছে ডেনমার্ক। এদিকে উন্নতি করেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিও। ৮.৪৩ পয়েন্ট বাড়িয়ে ১৬৫৮.৯৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ওঠে এসেছে মুলার-নয়্যাররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা