নিজস্ব প্রতিবেদকঃ ব্রাদার্স ইউনিয়ন দীর্ঘ ৪৬ বছর পর দেশের শীর্ষ লিগ থকে অবনমিত হয়ে গিয়েছিল ২০২১ সালের আগস্টে। তবে এবার ফেরে ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে। যদিও তাদের প্রত্যাবর্তন সুখকর হলো না। স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে হেরেছে গোপীবাগের দলটি।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট (লে.) মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে হেরেছে ব্রাদার্স। শুক্রবার কারিপভ পুলিশকে এগিয়ে নেওয়ার পর ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড এদিস গার্সিয়া।
এদিকে দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় গত আসরের রানার্সআপ শেখ রাসেলকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ বিমানবাহিনীকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। নাবিব নেওয়াজ জীবন আকাশি-নীল জার্সিধারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিউল হাসান।
প্রিমিয়ারের ১০ দলের সঙ্গে বাছাইপর্ব থেকে আসা তিন সার্ভিসেস দল খেলছে স্বাধীনতা কাপে। ৩ নভেম্বর পর্যন্ত গ্রুপের ১৫ ম্যাচের ১৪টি হয়ে যাবে। টুর্নামেন্ট স্থগিত করে ৪ নভেম্বর শুরু জাতীয় দলের ক্যাম্প।