স্পোর্টস ডেস্ক: আগামিকাল ৭ অক্টোবর শুক্রবার থেকে মিরপুরে মাঠে গড়াচ্ছে রকেট বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচটি শুক্রবার দুপুরে শুরু হবে মিরপুর শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
শুরুর ম্যাচে একাদশে থাকছেন না সৌম্য সরকার। গণ মাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন – বিগত কিছু দিন যাবত সৌম্য খারাপ করছে, আমরা তাকে সুযোগ দিয়েছি, ভবিষ্যৎতে দিব, তবে তার পরির্বতে ইমরুল এখন আমাদের চয়েস। প্রস্তুতি ম্যাচে সে দারুণ খেলেছে। তার ব্যাটিং এ অাত্নবিশ্বাসের ছাপ আছে।
নির্বাচক বলেন, এসব দিক বিবেচনা করে শুক্রবারের ম্যাচে তাকে আমরা সুযোগ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। বিগত ম্যাচ গুলোতে সে ভালো খেলেছে।
উল্লেখ্য যে আর্ন্তজাতিক ক্রিকেটে সর্বশেষ তিন ইংনিস এ ইমরুলের সংগ্রহ যথাক্রমে – ৩৭, ৭৩ এবং ৭৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪