স্পোর্টস ডেস্ক: পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামি শুক্রবার বাংলাদেশ আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাত ৮ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা ফেলবে ইংলিশরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরিজে সফরকারীরা তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে।
৭ অক্টোর প্রথম ওয়ানডে, ৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে মিরপুরে স্টেডিয়ামে অনুষ্টিত হবে। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে অনুষ্টিত হবে। একই মাঠে ২০ অক্টোবর শুরু হবে প্রথাম টেস্ট।
ঢাকার মিরপুরে হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ। সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০