স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পেসার দুশমন্থ চামিরা। তবে তারা ভারতে যাচ্ছেন ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারত যাচ্ছেন লঙ্কান দুই ক্রিকেটার।
বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা শ্রীলঙ্কা তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ অক্টোবর, নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচের ভেন্যু লখনৌ। এই ম্যাচের আগেই দলে যোগ দেবেন ম্যাথিউস ও চামিরা। রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে যোগ দেওয়া চামিরা শ্রীলঙ্কার প্রথম পছন্দ ছিলেন।
তবে ২৭ সেপ্টেম্বরের মাঝে ফিট হয়ে উঠতে পারেননি চামিরা। সবশেষ জুনে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার। এরপর চোটের কারণে মিস করেন এশিয়া কাপ। বিশ্বকাপের শুরুর কয়েক ম্যাচও ছিলেন না তিনি। এবার অন্তত ফিট হয়ে যোগ দিচ্ছেন দলে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড বৃহস্পতিবার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাথিউস ও চামিরার খবরটি নিশ্চিত করেছে। আগামীকাল (শুক্রবার) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে দুই লঙ্কান ক্রিকেটারের। শনিবার নিজেদের প্রথম জয়ের খোঁজে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার আগে ম্যাথিউস-চামিরা দলে যুক্ত হবেন বলে টিম কর্তৃপক্ষ জানিয়েছে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড- কুসল মেন্ডিস (অধিনায়ক), কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্থ, দুনিথ ভেলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা ও চামিকা করুনারত্নে।
রিজার্ভ খেলোয়াড়- অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দুশমন্থ চামিরা।
Discussion about this post