স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অবশেষে সংবর্ধনা জুটেছে এএফিস অনুর্ধ্ব-১৬ জয়ী কিশোরীদের। সংবর্ধনা দিলেও জয়ী বাংলার মেয়েদের কোন ধরণের আর্থিক পুরস্কার দেয়নি ফেডারেশন। সোমবার রাজধানীর স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হওয়া এ অনুষ্ঠানে সানজিদা, মারিয়া, কৃষ্ণা রানীদের এক বছরের জন্য ভাতা দেওয়ারও ঘোষণা দিয়েছে একটি ব্যবসায়ী গ্রুপ।
বাফুফের বদলে বিভিন্ন ব্যবসায়ীক গোষ্টী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কিশোরীদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা বাফুফে পুরনো পথেই হেটেছে। জয়ী কিশোরীদের যেমন শুধু সংবর্ধনাই দিয়েছে, তেমনি কিশোরদের ফুটবলে ইতিহাস রচনাকারী সেই সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলটিকে কোন প্রকার পুরস্কার দেয়নি ফেডারেশন। কেবল সংবর্ধনাতেই সীমাবদ্ধ ছিলো তাদের কার্যক্রম।
বাফুফে কোন ধরণের আর্থিক পুরস্কার, কিংবা মেয়েদেরকে নিয়ে দীর্ঘ মেয়াদী কোন পরিকল্পনাই নেয়নি। একটি ব্যবসায়ীক গ্রুপ মেয়েদেরকে এক বছর প্রতি মাসে ১০ হাজার টাকা করে সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে।
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। যা বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন এক নজির।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি নাবিল আহমেদ, বাদল রায়, তাবিথ আউয়াল, নাইমুর রহমান দুর্জয়। উপস্থিত ছিলেন আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া প্রতিষ্ঠান জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, সাইফ গ্লোবাল স্পোর্টস এর চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ক্যাল্ডওয়েল ডেভলপার্স এর খায়রুল মজিদ এবং এসএস সলিউশনস এর কর্তাব্যক্তিরা।
দলের ২৩ খেলোয়াড়, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস ৫০ হাজার করে এক লাখ টাকা এবং ক্যাল্ডওয়েল ডেভলপার্স ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। এছাড়া, এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য টাইগ্রেসদের ১০ হাজার করে মাসিক ভাতা প্রদান করবে।
বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাংলাদেশের এই তারকাদের সংবর্ধনা দেওয়া হবে। দলটিকে ওয়ালটনের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা রয়েছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। যেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০