স্পোর্টস ডেস্কঃ সময়টা দারুণ কাটাচ্ছেন শাহীন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানের এই পেসার। তরুণ এই ক্রিকেটার রাজত্ব করছেন ক্রিকেট বিশ্বে। সময়ের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে পরিচিত করেছেন।
পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের আস্থার প্রতিদান নিয়ে ক্যারিয়ারে করেছেন অভাবনীয় উন্নতি। অনেকের কাছেই বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার তিনি। আইসিসির তিন ফরম্যাটেরই বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে আছেন বাঁহাতি তারকা। সামনেই আছে পাকিস্তানের সাথে উইন্ডিজের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেও ভালো করতে মুখিয়ে এই পেসার।
এর আগে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসেছিলেন আফ্রিদি। আর সেখানে আফ্রিদির গতি নিয়ে একটি প্রশ্ন ছিল। তবে এই বাঁহাতি পেসার জানিয়েছেন শুধুমাত্র গতি দিয়ে কিছু হয় না। সময়ের এই অন্যতম পেসার জানিয়েছেন লাইন, লেন্থ ও সুইং ধরে রেখেই বল করাটা মূল কথা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গতিময় বোলার আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘শুধুমাত্র গতি দিয়ে কিছু হবে না। যদি লাইন, লেন্থ, সুইং ঠিক না থাকে, তাহলে গতি কাজে দিবে না।’
পাকিস্তান ও উইন্ডিজের ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে- ৮ জুন (মুলতান)
দ্বিতীয় ওয়ানডে- ১০ জুন (মুলতান)
তৃতীয় ওয়ানডে- ১২ জুন (মুলতান)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা