শুন্য রানে তিন শিকার

0
16

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে অদ্ভুত রেকর্ডই করলেন আরাফাত সানি। প্রতিপক্ষের তিন ব্যাটসম্যানকে তিনি সাজঘরে পাঠালেন। বিনিময়ে কিন্তুু একটি রানও খরচ করতে হয়নি তাকে। বোলার সানি শুন্য রানেই শিকার করেছেন তিন ব্যাটসম্যান।

আজ বৃহস্পতিবার বিপিএলে খুলনার লজ্জার দিনে সানি ২.৪ ওভারে ২ মেডেনে শুন্য রানে তিনটি উইকেট পান।

বিপিএলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানস। রংপুর রাইডাসের বিপক্ষে মাত্র ৪৪ রানেই গুটিয়ে গেছে খুলনার দলটি। রংপুরের হয়ে অসাধারণ বোলিং করেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং টাইগার স্পিনার আরাফাত সানি।

আফ্রিদি ৩ ওভার বল করে ১২ রান খরচায় তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। আর সানির দখলে যায় তিনটি উইকেট। একটি উইকেট পান সোহাগ গাজী এবং বিদেশি তারকা রিচার্ড গ্লিসন। একদিকে সবার থেকে এগিয়ে সানি।

আরাফাত সানি তিনটি উইকেট শিকার করেছেন তিন রকমে। আরিফুল হক, জুনায়েদ খান এবং মোহাম্মদ আসগারকে তিনি আউট করেন। আরিফুলকে এলবির ফাঁদে ফেলেন সানি। জুনায়েদ খানকে সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি আর মোহাম্মদ আসগারকে বোল্ড করে খুলনার ইনিংস গুটিয়ে দেন সানি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here