শুভমান-ঋদ্ধিমানের ব্যাটিং ঝড়ে পাহাড়সম সংগ্রহ গুজরাটের

0
55

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লড়ছে গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। আহমেদাবাদে গুজরাটের ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ২২৭ রানের বিশাল সংগ্রহ পেয়েছে গুজরাট। শুভমান গিল ও ঋদ্ধিমান সাহার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে এই পুঁজি পায় স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই শুভমান ও ঋদ্ধিমান মিলে তুলে ফেলেন ১৪২ রান। ১২.১ ওভার স্থায়ী সেই জুটি ভাঙে ঋদ্ধিমানের বিদায়ে। ৪৩ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৮১ রানের দারুণ ইনিংস খেলে আউট হন ঋদ্ধিমান। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে ৪২ রানের আরও একটি দ্রুতগতির জুটি গড়েন শুভমান। ২৫ রানের ছোট ক্যামিও খেলে ১৬তম ওভারের শেষ বলে হার্দিক বিদায় নিলে সেই জুটি ভাঙে।

তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি গুজরাটকে। ডেভিড মিলারকে সাথে নিয়ে শেষ চার ওভারে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বিশাল পুঁজি এনে দিয়ে মাঠ ছাড়েন শুভমান। এই ওপেনার ৫১ বলে ২ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। অপরদিকে ২১ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন মিলার।

লখনৌর হয়ে বোলারদের সবাই এদিন খরুচে ছিল। এর মধ্যে মহসিন খান ও আভেশ খান ১টি করে উইকেট লাভ করেন।

২২৮ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমেছে লখনৌ সুপার জায়ান্টস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here