শুভ জন্মদিন ভিভিএস লক্ষণ

0
11

স্পোর্টস ডেস্ক: ভিভিএস লক্ষণ বা লাক্স ম্যান ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ। শচীন, দ্রাবিড় যুগের আরেক ভরসা ভারতীয় দলের। ১৯৭৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন লাক্স ম্যান।

ধীরগতির ব্যাটিংয়ের জন্য তার চেয়ে ভালো খেলোয়াড় খুঁজে পাওয়া বর্তমান কিংবা তার পূর্ব সময়ে দুষ্কর। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় লক্ষণের।

লাক্স ম্যান তার ক্রিকেট ক্যারিয়ারের সেরা ইংনিস খেলেন ইডেন গার্ডেনে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ইংনিসে পিছিয়ে পড়া ভারতকে বুক চিতিয়ে লড়ে খেলেন ২৮১ রানের মহাকাব্যিক ইংনিস।

অস্ট্রেলিয়ার মাটিতে রয়েছে লক্ষণের আরেক সেরা ইংনিস, সেবার  সিডনিতে ধুকঁতে থাকা ভারতের পক্ষে করেন ১৬১ রানে ইংনিস।

সবচেয়ে মজার তথ্য হলো লাক্স ম্যান তার টেস্ট ক্যারিয়ারের ১৩৪ ম্যাচের ২২৫ ইংনিসে মাত্র ৫ টি ছক্কা হাকিঁয়েছেন। একদিনের ক্রিকেটে আর মাত্র ৪ টি।

তবে কাকতলিয় ভাবে মিলে যায় লক্ষণের টেস্ট এবং আইপিএলের ছক্কা সংখ্যা মাত্র ৫ টি, ২০ ইংনিসে। সূত্র : ক্রিকবাজ

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here