শুভ জন্ম দিন মাশরাফি

0
19

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক এবং টি ২০ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার জন্মদিন আজ ৫ অক্টোবর(বুধবার) শুভ জন্ম দিন।

১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন কৌশিক ওরফে মাশরাফি।

নানা বাড়িতেই শৈশবে বেড়ে উঠেছেন ম্যাশ। কারণ তার নানির ধারণা ছিল ম্যাশের মা বাচ্চা লালন – পালনে পুরো পুরো উপযুক্তনন।

মাশরাফি শৈশবে বেড়ে উঠেছেন তার নানির কাছেই। বাবা গোলাম মতুর্জা চাকরিজীবি থেকে এখন পুরোদস্তর ব্যাবসায়ী, মা হামিদা মতুর্জা গৃহিণী।

বাড়ির পাশের স্কুল মাঠে খেলা-ধূলা করেই  ক্রিকেটের হাতে -খড়ি মাশরাফির।

নব্বইয়ের দশকে ক্রিকেট সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন এর হাত ধরে মাত্র ১১ বছর বয়সে পেশাদারি ক্রিকেটে প্রবেশ মাশরাফির। সুযোগ পান নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার।

১৯৯১ সালে মাগুরায় বিকেএসপির প্রতিভা অন্বেষণে কোচ বাপ্পির সান্নিধ্যে বোলিংয়ের মৌলিক বিষয়ে হাতে খড়ি।

পরের বছরই খুলনা অনুর্ধ্ব -১৭ দলে সুযোগ পান ম্যাশ। তার গতি এবং সুইং খুলনা ছাড়িয়ে ঢাকায় পৌঁছে যায়।

পরবতীর্তে সুযোগ পান জাতীয় অনুর্ধ্ব-১৯ দলে, তারপর এ দল হয়ে সরাসরি জাতীয় দলে।

ঢাকার কোন লীগে কিংবা ফাস্ট ক্লাস ক্রিকেটের কোন  অভিজ্ঞতা ছাড়াই ম্যাশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ান ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের অান্তর্জাতিক ক্রিকেট দিয়ে, ঐ বছরই টেস্টে অভিষেক হয় একই প্রতিপক্ষের বিপক্ষে।

তারপর শুধুই পথচলা একমাত্র ইন্জুরি ছাড়া ম্যাশকে আটকাতে পারে নি কেউ।

বারবার ছুড়ির নিচে গিয়ে ফিরে এসেছেন পুরনো জ্বলকেই।

সময়ের সাথে সাথে ম্যাশের গতি কমলে, সুইংয়ে তিনি যেন দুবের্ধ্যে হয়ে উঠছেন দিনকে দিন।

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে তার নেতৃত্বে দেখা যায় অন্যরকম বাংলাদেশকে।

ড্রেসিংরুমে খেলোয়াড়দের সাথে ব্যাবহার এবং মাঠের অাচরণে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য।

ব্যক্তিগত জীবনে মাশরাফি বিবাহিত। তিনি দুই সন্তানের জনক।

সবচেয়ে অাশ্চর্য্যের বিষয় হচ্ছে মাশরাফির দুই বছর বয়সী ছেলে সাহেল মুতর্জার জন্মদিন মাশরাফির সাথে হুবুহ মিল।

২০১৪ সালে মাশরাফির ৩১ তম জন্মদিন, পৃথিবীর অালো দেখে সাহেল।

ব্যক্তিগত জীবনে মাশরাফি খুবই সাধারণ। পরিবারের সাথে জন্মদিনের দিনটা প্রায়ই কাটান। তবে এবার ইংল্যান্ড সিরিজের ব্যাস্থতার জন্য তা আর হচ্ছে না।

তবে যেহেতু ঢাকাতেই আছেন তাই জন্মদিনে পরিবারের সাথে কিছুটা সময় কাটাবেন এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

আজ ৫ অক্টোবর ৩৩ তম জন্মদিনে পা রাখলেন এই টাইগার দলপতি।

শুভ জন্মদিন ম্যাশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here