স্পোর্টস ডেস্ক:: ম্যাচের শুরুতেই গোল করে শুরুটা করলেন রোনালদো। তারপর একে একে চার গোল দিয়ে হালি পূর্ণ করলো তার দল আল নাসর। তাতে সৌদী প্রো লিগে আল রাইদকে উড়ে গেছে।
রাতের ম্যাচে সৌদী প্রো লিগে ক্রিস্টিয়ানোর রোনালদোর দল আল নাসর মুখোমুখি হয়েছিলো আল রাইদের। ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি রাইদ। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে ৪-০ ব্যবধানে জিতেছে দলটি।
এই জয়ে শীর্ষে থাকা আল ইতিহাদের সঙ্গে ব্যবধান আরো কমালো আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইতিহাদ। এক ম্যাচ বেশি খেলা আল নাসর ৫৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ম্যাচের শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে দেন দলকে। ৪র্থ মিনিটে পর্তুগিজ ফুটবল রাজার গোলেই লিড নেয় আল নাসর। প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি রাইদ। নাসরও ব্যবধানে বাড়াতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর রাইদের রক্ষণ যেনো ভেঙে পড়ে। একের পর এক আক্রমণে রোনালদোরা দিশেহারা করে রাখে প্রতিপক্ষকে। ম্যাচের ৫৫তম মিনিটে আব্দুর রহমানের গোলে নাসর এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর রাইদ রক্ষণে কিছুটা প্রতিরোধ গড়ে। ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত নিজেদের বার আগলে রাখে।
ম্যাচের অন্তিম সময়ে তাদের বাঁধ আর টিকেনি। ৯০তম মিনিটে মোহাম্মদ মারানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নাসর। যোগ করা সময়ের সপ্তম মিনিটে অর্থাৎ ম্যাচের ৯৭তম মিনিটে রাইদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আব্দুর মাজেদ। তার গোলে আল নাসরের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post