স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে বােলিং শক্তি বাড়িয়ে মাঠে নেমেছে। শরিফুল l, হাসান ও রাব্বি বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন নাসুম, সৌম্য ও এবাদত। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই হারিয়েছে লিটন দাসকে।
ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদীর শিকারে সাজঘরে ফিরেছেন লিটন দাস। দলীয় ২১ রানের মাথায় ১০ রানে তিনি ফিরেন প্যাভেলিয়নে। ৮ বলের ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন একটি।
বাংলাদেশ একাদশঃ সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।