স্পোর্টস ডেস্কধ: আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজ ঘরে ফিরে গেছেন সৌম্য সরকার।
প্রথম ওভারে দলীয় এক রানে সৌম্য দুই বল মোকাবেলা করে শুন্য রানে ক্যাচ তুলে দেন আফগানিস্তানের ফিল্ডারদের হাতে।
ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বাংলাদেশ দলের সংগ্রহ দুই ওভারে ১০ রান।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনা্য়ক মাশরাফি বিন মর্তুজা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিন-রাত্রির এ ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়।