স্পোর্টস ডেস্ক: আগামিকাল শুক্রবার ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিপিএলে উন্মাদনা। ঢাকায় পৌছে গেছেন বিপিএলের তারকারা।
শুক্রবার বিকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংসের মাঠের লড়াই দিয়ে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর।
বুধবার সন্ধ্যায় ঢাকায় এসেছে স্টার অলরাউন্ডার শহীদ আফ্রিদি। খেলবেন সৌম্যর দল রংপুরে। একই দিন বিকেলে ঢাকায় এসেছে অধিনায়ক দুইবার বিশ্বকাপ জয়ী উইন্ডিজ তারকা ড্যারেন স্যামি। রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি।
ঢাকায় আছেন আরেক উইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। এবারের বিপিএলে এই টি-টুয়েন্টির তারকা অলরাউন্ডারের ঠিকানা ঢাকা ডাইনামাইটসে।
ইংল্যান্ডের অলরাউন্ডার রবি বোপারাও পৌঁছে গেছেন। খেলবেন ঢাকার হয়ে। বাংলাদেশে এসে পৌঁছাবে আরেক তারকা পাকিস্তানি উমর আকমল। খেলবেন তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের হয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০