স্পোর্টস ডেস্ক:: মাঠে গড়ালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশতম আসর। বিপিএলে ফেরা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে বিপিএল।
উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তিনি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীকে। উদ্বোধনী ম্যাচের টস করতে আসা রাজশাহীর অধিনায়ককে দেখা গেছে প্রেকটিস জার্সিতে। প্রেকটিস জার্সি পরেই টস করেছেন বিজয়।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। তাদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পারন করছেন মাসুদুর রহমান মুকুল ও পাকিস্তানের আসিফ ইয়াকুব। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তানভীর আহমদ। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।
উদ্বোধনী ম্যাচের একাদশে দুই দল একাদশে সাতজন বিদেশী ক্রিকেটার নিয়েছে। রাজশাহীর একাদশে বিদেশী কোটায় আছেন মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন। বরিশালের একাদশে বিদেশী কোটায় আছেন কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদী।
দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহেরাব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, হাসান মুরাদ।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভির ইসলাম ও রিপন মন্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০