শুরু হলো সিলেট দ্বিতীয় বিভাগ লিগ, হোয়াইট মোহামেডানের জয়

0
110

নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ কমিটির ব্যবস্থাপনায় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়েছে। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে হোয়াইট মোহামেডান ৭৪ রানে হারিয়েছে ব্লু-নবাগত ক্লাবকে।

আগে ব্যাট করতে নামা হোয়াইট মোহামেডান ৭ উইকেটে ২৪২ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা ব্লু নবাগত ১৬৮ রানেই অলআউট হয়ে যায়।

হোয়াইট মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে সংগ্রহ করেছেন সেতু ও বক্কর। ৩৫ রান করেছেন ফারিয়ান। ২৬ রান করেছেন রিহাক। ২২ রান করেছেন রাফি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রানে থামে দলটি।

ব্লু নবাগতের হয়ে নাফিজ ও রয়েস ২টি করে উইকেট লাভ করেন।

২৪৩ রানের টার্গেটে খেলতে নামা ব্লু নবাগত ৪৪.২ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মারজান। ৩৮ রান করেন রাব্বি। ১৬ রান করেন সাকিব।

হোয়াইট মোহামেডানের হয়ে সেতু ৩টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here