নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে নুরুল হাসান সোহানের দলকে ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান করে শেখ জামাল। ওই রান তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় পায় শাইনপুকুর।
সোহানের ৮০ ও সৈকত আলীর ফিফটিতে ভর করে ২৩৮ রানের লক্ষ্য দেয় জামাল। সোহানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮০ রান। ৫৬ রান করেন সৈকত। এ ছাড়া ৩৫ রান আসে ইয়াসির আলীর ব্যাট থেকে। শাইনপুকুরের জাওয়াদ রোয়েন ৩৭ রানে ৩ ও রবিউল হক ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ২৮ রানের মধ্যে জিশান আলম আর অমিত হাসানকে হারালেও ওপেনার খালিদ হাসান ও ১০৫ রানের জুটিতে সঠিক পথেই হাটতে থাকে শাইনপুকুর। ১৪ রানের মধ্যে মার্শাল আইয়ুব (৫৭) ও খালিদ হাসান (৬৬) আউট হয়ে গেলেও লক্ষ্যচুত হয়নি শাইনপুকুর অধিনায়ক আকবর আলির দারুণ ব্যাটিংয়ে। ইরফান শুক্কুরকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৫২ বলে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬২ রান করে ম্যাচ সেরা হয়েছেন আকবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post