স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন অনন্য এক কীর্তি গড়েছেন। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই কীর্তিতে নাম লেখান তিনি। আর এমন কীর্তির পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন অজি তারকা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও বেজায় খুশি সতীর্থ লায়নের এমন অর্জনে। জানিয়েছেন ভবিষ্যতে কিংবদন্তি লেগ স্পিনার স্বদেশী শেন ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন লায়ন। এই তারকা ব্যাখ্যা করেছেন কীভাবে সম্ভব এটি। অন্তত পাঁচ বছর খেললেই ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারবেন লায়ন, এমনটাই মনে করেন কামিন্স।
এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এখনো অন্তত পাঁচ বছর খেলতে পারবে সে। প্রতি বছর ১০টি করে ম্যাচ থাকবে। আমি মনে করি এখনো সে ৪০ থেকে ৫০টা টেস্ট খেলতে পারবে। তাই আরো চার থেকে পাঁচ বছর খেললে, ম্যাচ প্রতি ৪/৫ উইকেট যদি পায়, তাহলে দুইশ উইকেট হয়ে যাবে, মানে ৭০০ হবে।’
তবে ওয়ার্নকে পেছনে ফেলতে হলে, ৩৬ বছর বয়সী লায়নকে আরও দীর্ঘদিন ক্রিকেট খেলে যেতে হবে। ধরে রাখতে হবে ফিটনেস। সেটা করতে পারলেই, কেবল সম্ভব হবে দুঃসাধ্য সেই কাজ করা।
টেস্ট ক্রিকেট ইতিহাসে ৭০৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়ার্ন। ইতিহাসের একমাত্র বোলার হিসেবে এই ফরম্যাটে ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। এর বাইরে সাদা পোশাকে পাঁচশ’র অধিক উইকেট রয়েছে গ্লেন ম্যাকগ্রা, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, অনিল কুম্বলে ও কোর্টনি ওয়ালশের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post