শেন ওয়াটসন-ক্লার্কের দলের জন্য ‘ক্যানসার’ ‘বিতর্ক’

0
13

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক দুই ক্রিকেটার মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনের বিতর্ক চলছেই। একে অপরকে দলের জন্য ক্যানসার বলে অভিহিত করছেন।

এই ঘটনায় ২০১৩ সালের ঘটনা আবারও ফিরে ফিরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটে। তিন বছর আগের এক ঘটনা আবারও নতুন করে আলোচনায় এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। যেখানে সে সময়ের সতীর্থ শেন ওয়াটসনকে দলের টিউমার হিসেবে আখ্যা দিয়েছেন। এবার পালটা জবাব দিলেন ওয়াটসনও।

২০১৩ সালে ভারত সফর থেকে হঠাৎ করেই দেশে পাঠিয়ে দেওয়া হয় তখনকার অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক শেন ওয়াটসন সহ চারজন শীর্ষ ক্রিকেটারকে। বছর খানেকের বেশি হল ক্লার্ক ও ওয়াটসন দু’জনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন।

নিজের আত্মজীবনীর প্রচার কাজে এক টেলিভিশন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন ক্লার্ক। ক্লার্ক বলেন, ‘না, আমি এটা বলিনি। আমি বলেছিলাম, এখানে কিছু ক্রিকেটার আছে যারা টিউমারের মতো, যারা ক্যানসারের কারণ হতে পারেন।’ ক্লার্কের এ কথায় প্রশ্ন আসে, তাহলে কি আপনি ওয়াটসনের কথাই বলেছেন? ক্লার্কের ঝটপট উত্তর ছিল, ‘হ্যা।’

এবার ক্লার্কের এই কথার বিরুদ্ধে পালটা জবাব দিলেন ওয়াটসনও। মঙ্গলবার ফক্স টেলিভিশনের এক সাক্ষাৎকারে ওয়াটসন বলেন, ‘আমার মতে, আমাকে তিনি যা বলেছেন, তা আমার থেকে তার সাথেই বেশি যায়। শেষমেস এটাই বলব, এটা হতাশাজনক। আমরা এখন ক্রিকেট থেকে দূরে নতুন ভাবে বেঁচে আছি, কিন্তু তিন বছর আগের ঘটনা তুলে আনা ঠিক হয়নি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here