স্পোর্টস ডেস্কঃ চলছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। ইতিমধ্যেই শেষ হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখন শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সবার শেষে আয়োজিত হবে দুই ম্যাচের টেস্ট। আগামী ২৯ জুন থেকে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে। তবে সেই সিরিজের আগে আসল বিশেষ এক ঘোষণা।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট উৎসর্গ করা হচ্ছে কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নকে। অজিদের সাবেক এই তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে চলতি বছরের মার্চে না ফেরার দেশে পাড়ি জমান। থাইল্যান্ডে অবসর যাপন করতে গিয়ে ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে চিরতরে ঘুমের দেশে চলে যান।
তবে কিংবদন্তীকে ভুলছে না ক্রিকেট বিশ্ব। বারবারই বিভিন্ন কাজের মাধ্যমে স্মরণ করা হচ্ছে তাঁকে। এবার শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজেও স্মরণ করা হবে। গল টেস্টই উৎসর্গ করা হচ্ছে ওয়ার্নের নামে। জানা গেছে ওয়ার্নের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে টেস্টের জন্য। শ্রীলঙ্কার পর্যটন ও ক্রীড়ামন্ত্রণালয় এই আমন্ত্রণ জানিয়েছে।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের সূচি
২৯ জুন থেকে ৩ জুলাই- প্রথম টেস্ট (গল)
৮ থেকে ১২ জুলাই- দ্বিতীয় টেস্ট (গল)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা