স্পোর্টস ডেস্কঃ মাথায় আঘাতজনিত সমস্যা পড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট। আগামী বৃহস্পতিবার শুরু ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ফাইনালে তাই খেলতে পারবেন না ওয়েস্ট অস্ট্রেলিয়ার এই ওপেনার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত রোবাবার এ দুর্ঘটনা ঘটে। হ্যাটট্রিক শিরোপার সামনে দাঁড়িয়ে তার ছিটকে যাওয়া ওয়েস্ট অস্ট্রেলিয়ার জন্য বড় একটা ধাক্কা।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মৌসুম জুড়ে দুর্দান্ত খেলেছেন ব্যানক্রফট। ১৭ ইনিংসে ৪৮.৬২ গড় এবং ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেছেন ৭৭৮ রান। আসরে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। ব্যানক্রফটের বদলে এখন ওপেনিংয়ে আসতে পারেন ডার্সি শর্ট বা টিগ ওয়াইলি। জেইডেন গুডউইনকেও এ ভূমিকায় পাঠাতে পারে তারা।
ফাইনালের আগে অবশ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য একটি সুসংবাদ অবশ্য আছে। এই ম্যাচে বোলিং করার জন্য ফিটনেস পরীক্ষায় উতরে গেছেন অ্যারন হার্ডি। শিরোপার লড়াইয়ের মঞ্চে অলরাউন্ডার হিসেবে তাকে পাচ্ছে দলটি। এদিকে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল ব্যানক্রফটকেও। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৯ সালের অ্যাশেজে দুটি টেস্টের জন্য দলে ফিরলেও এরপর আর সুযোগ পাননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post