স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজির কারসাজির ঘটনা প্রমাণ হয়েছে। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্তে সাকিবের বিরুদ্ধে কারসাজির প্রমাণ পেয়েছে সংস্থাটি।
শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকায় বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে এই অলরাউন্ডারকে। আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাকিবের বিরুদ্ধে অভিযোগ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার সংক্রান্ত। এই প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে বাংলাদেশ দলের এই ক্রিকেটার কারসাজি করেন। শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তারা বাবা আবুল কালাম মাতবর, মো. জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সাকিবের সঙ্গে তাদেরকেও জরিমিনা করা হয়েছে।
ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে আগেও কারসাজির অভিযোগ উঠে ছিলো। একাধিক শেয়ারে কারসাজিতে তার নাম উঠে আসে। তবে তৎকালীন বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন অভিযোগের প্রমাণ নেই মর্মে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
জানা গেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ফরচুন সুজ, বিডিকম অনলাইন, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজিতে জড়িত ছিলৈণ ষঅখীভ। এসব প্রতিষ্ঠানের কারসাজির ঘটনায় নাম উঠে আসে এই ক্রিকেটারের। এই প্রথমবার সাকিবের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিললো এবং জরিমানা করা হলো।
আলোচিত শেয়ার কারসাজিকারী আবুল খায়ের হিরুর সহযোগী হিসেবে সাকিবের নাম বারবার আলোচনায় এসেছে। আগে সাকিবের বিরুদ্ধে কারসাজির প্রমাণ না মিললেও হিরুর বিরুদ্ধে কারসাজির প্রমাণ মেলে এবং তাকে জরিমানা করা হয়। এবার এই তারকার বিরুদ্ধে প্রমাণ মিললো।
বিএসইসির শুভেচ্ছাদূত ছিলেন সাকিব আল হাসান। শেয়ারকারসাজিতে তার নাম উঠে আসায় প্রতিষ্ঠানটি তার সাথে শুভেচ্ছা দূতের চুক্তি বাতিল করে। বিএসইসির ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র শুভেচ্ছাদূত ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০