স্পোর্টস ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বুকেট জলিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ৭টায়।
নিজেদের প্রথম দুই ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে শুরুতে মাঠে নেমেছিল বাংলাদেশ, আজও একই একাদশ নামিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। কোনো পরিবর্তন না এনে, তাদের ওপরই আস্থা রেখেছেন তিনি।
এই ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকা দল। তবে বাংলাদেশের হারানোর কিছু নেই। যার ফলে ভালো একটা কিছু করেই বিদায় নিতে চায় জামাল ভূঁইয়ারা। ম্যাচের আগে জানিয়েছেন দেশের মানুষকে গর্বিত করতে চান তারা।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেইন ও সাজ্জাদ হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা