শেষের গোলে জয় হাতছাড়া বাংলাদেশের

0
106

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেষ মূহুর্তে গোল হজম করে স্বাগতিকরা। গত বছরের সেপ্টেম্বরে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশের নারীরা।

নয় মাসের বেশি সময়ের ব্যবধানে মাঠে ফিরে জয়ের সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের। কিন্তু বিধি বাম। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল হজম করল মেয়েরা। তাতে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। নেপাল নারী দল ২০২২ সালের সাফের পর চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। সেখানে বাংলাদেশ নারী দলের খেলোয়াড়রা ম্যাচ খেলে আজ ১০ মাস পরে।

বাংলাদেশের একমাত্র গোলটি করেন অধিনায়ক সাবিনা খাতুন। গোল সাবিনা করলেও কৃতিত্ব শাহেদা আক্তার রিপার। ৬৫ মিনিটে তাঁর বাড়ানো ডিফেন্স চেরা পাসই গোলের ভিত্তি। অভিজ্ঞ সাবিনা দুই ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে গোলরক্ষককে পরাস্ত করেন।

সমতায় ফিরতে মরিয়া নেপাল দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায়। ডান দিক থেকে বক্সে বল বাড়িয়েছিলেন সাবিত্রা ভান্ডারী। বাংলাদেশের ডিফেন্ডাররা সুযোগ পেলেও বল ক্লিয়ার করতে পারেননি। কয়েক পা ঘুরে ফের যায় সাবিত্রার পায়ে। জটলার ভেতর থেকে সুযোগ কাজে লাগান তারকা এই নেপালি ফরোয়ার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here