স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের আশা বাঁচিয়ে রাখল ইন্টার মিলান। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে রোমেলু লুকাকুর একমাত্র গোলে পোর্তোকে হারায় সিমোনে ইনজাগির দল। সান সিরোতে ইন্টার আধিপত্য বিস্তার করে খেললেও বেশির ভাগ সময় কখনো নিজেদের ফিনিশিং ব্যর্থতায় আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে গোল বঞ্চিত থেকে যায় তারা।
ম্যাচের ৫৮ মিনিটে ইডেন জেকোর বদলি হিসেবে কোচ ইনজাগি নামান লুকাকুকে। পোর্তোর খেলোয়াড় ওটাভিও প্রথমার্ধে রেফারির সঙ্গে তর্ক করার কারণে একটি হলুদ কার্ড দেখেছিলেন। পর্তুগালের এই ফরোয়ার্ড ম্যাচের ৭৮ মিনিটে হাকান চালালোগনুকে ফাউল করে আরেকটি হলুদ কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় পর্তুগিজ ক্লাবটি।
এরপরই ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ইন্টার। ম্যাচের ৮৬ মিনিটে গোল করেন বদলি হিসেবে নামা লুকাকু। তাঁর প্রথম চেষ্টা পোস্টে লেগে ফিরে আসার পর দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন সাবেক এই চেলসি তারকা। সেই গোলই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয়। এই দুই দলের পরের লেগ আগামী ১৫ মার্চ পোর্তোর মাঠ এস্টাডিও ড্রাগাওতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০