নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইলবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ডাকা জরুরী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার। অবসর ঘোষণা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়েন তিনি।
গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান তামিম। এর মাঝে কেটে গেছে ১৬ বছর। এর মধ্যে ওয়ানডেতে খেলেছেন ২৪১টি ম্যাচ। ৩৬.৬২ গড়ে রান করেছেন ৮ হাজার ৩১৩। পাশাপাশি টেস্টে ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে করেছেন ৫ হাজার ১৩৪ রান।
তামিম ৭৮ টি টোয়েন্টি খেলে ২৪.০৮ গড়ে ১ হাজার ৭৫৮ রান করে গত বছর অবসর নেন। ১২ মাসের ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সেরে গেলেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’
আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে ওয়ানডেতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম। বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচে ১৩ রান করেছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে জয় পাওয়া হয় নি তামিমের। আফগানদের বিপক্ষে গতকাল বাংলাদেশ দল ম্যাচ হেরেছে বৃষ্টি আইনে ১৭ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০