নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আজ তামিম ইকবালদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল সাকিব আল হাসানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কাইল মেয়ার্স। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
রংপুরের লক্ষ্য ছিল ১৫২ রানের। ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো শুরুতে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৪ রান তোলে রংপুর। কিং ২২ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৫ করে ফেরার পরই যেন ছন্দ হারায় দলটি।
মিরাজ-ম্যাকয়রা চেপে ধরেন রংপুরকে। ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। জিমি নিশামের ক্যাচটা তখন নিতে পারলো ফল অন্যরকম হতে পারতো। সেটি হয়নি।
তবে শেষ ওভার পর্যন্ত গিয়েছে ম্যাচটি। দশ বল বাকি থাকতে নবম উইকেট পড়ে রংপুরের। শেষ ওভারে ২ রান লাগে রংপুরের। হাতে একটিমাত্র উইকেট। সাইফউদ্দিনের করা শেষ ওভারে শামীম পাটোয়ারী প্রথম বলে সিঙ্গেলস নিয়ে টাই করেন, পরের বলে হাসান মাহমুদের ব্যাটের কানায় লেগে চার হয়ে গেলে উচ্ছ্বাসে ভাসে রংপুর শিবির।
এর আগে আবু হায়দার রনি ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে একাই নেন ৫ উইকেট, গড়েন চলতি বিপিএলের সেরা বোলিং ফিগার। বল হাতে আগুন ঝরানো ম্যাচে ফরচুন বরিশালকে ভালো জায়গা থেকে ধস নামান আবু হায়দারই। ১০ ওভারে ১ উইকেটে ১০০ রান তুলে ফেলা দলটি ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মোটে ১৫১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post