শেষ ওভারে টানা ৪ বলে ৪ বাউন্ডারি মুশফিকের

0
85

স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগে আরেকবার নিজেকে বিধ্বংসী রূপে আবিষ্কার করেছেন মুশফিকুর রহিম। টাইগার ব্যাটার ৩০০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন আজ। মঙ্গলবার দারুণ ব্যাট করলেও জয় পায়নি তাঁর জোবার্গ বাফেলোস। ডারবান কালান্দার্স শেষ বলে এসে ম্যাচ জিতে নেয় ২ রানে। মাত্র ৬ বল খেলে ১৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ১২২ রানের লক্ষ্যে ১১৯ রানে থেমেছে বাফেলোস। জয়ের জন্য শেষ ওভারে দলটির  প্রয়োজন ছিল ২১ রান। দ্বিতীয় বলে স্ট্রাইক পান বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিক। একে একে ৪টি চার মেরে সমীকরণ নামালেন ১ বলে ৪ রানে। শেষে গিয়ে আর পারলেন না বল সীমানা পার করতে।

ডারবানের আফগান পেসার আজমাতউল্লাহ ওমরজাইয়ের করা শেষ ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে ব্যাটে বল সময়মতো লাগাতে পারেন নি সাত নম্বরে ব্যাট করতে নামা মুশফিক। ৬ বলে ৪ বাউন্ডারিতে ১৮ রানে অপরাজিত থাকেন এই টাইগার ব্যাটার।

এদিন জোবার্গের হয়ে মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩০ ও ইউসুফ পাঠান ১৫ বলে ৩২ রান করেন। তবে মাঝের ওভারে দেলানো পোতগিয়েতারের ৮ বলে ৫ রানের ধীরস্থির ইনিংসের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় জোবার্গ। এর আগে ব্যাট করে টিম সেইফার্টের ২০ বলে ৪৬, ক্রেইগ আরভিনের ১৪ বলে ৩৩ ও আসিফ আলির ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ১২১ রান করে কালান্দার্স।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here