স্পোর্টস ডেস্ক:: শেষ ৬ বলে ১০ রানের সমীকরণ এক ছক্কা ও এক চারে মিলিয়ে দিলেন থমাস কিং। উত্তেজনা ছড়ানো ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো স্বাগতিক উইন্ডিজ। ব্রেন্ডন কিংয়ের হাফ সেঞ্চুরি আর শেষ ওভারে থমাসের ব্যাটে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতকে হারিয়েছে ক্যারিবিয়ানরা। বল হাতে অবশ্য আগেই ভারতকে অল্পতে আটকে দেন ওবেদ ম্যাককয়।
শেষ ওভারে ১০ রান আটকাতে রোহিত শর্মা বল তুলে দেন আবেশ খানের হাতে। প্রথম বল ‘নো’ বল ছুড়েন আবেশ। ব্যাটে লাগে ওডেন স্মিথ তুলে নেন এক রান। ফ্রি হিট পেয়ে থসাম কিং ছক্কা হাঁকালেন শেষ এক রানের প্রয়োজন পড়ে উইন্ডিজের। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন থমাস। ১৩৯ রানের টার্গেটে খেলতে নামা স্বাগতিকরা ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে ১৪১ রান তুলে সিরিজে ফেরে।
ভারতের দেওয়া টার্গেটে খেলতে নামা উইন্ডিজ উদ্বোধনী জুটিতেই স্বস্তি পায়। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মায়ার্স তুলে নেন ৪৬ রান। তবে তাতে তেমন অবদান ছিলো না মায়ার্সের। ব্যক্তিগত ৬ রানেই তিনি ফিরেন সাজঘরে। সফরকারী ভারতও লাগাম টেনে ধরে স্বাগতকিদের। বিশেষ করে ব্রেন্ডন চতুর্থ উইকেটে দলীয় ১০৭ রানে সাজঘরে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা চলে যায় ভারতের হাতে। তবে সুযেগা কাজে লাগাতে পারেনি দলটি। শেষ দুই ওভারে ১২ রানের সমীকরণ থেকে শেষ ওভারে ১০ রানের সমীকরণ দাঁড়ায় ক্যারিবিয়ানদের সামনে। থমাসের ব্যাটে যা টপকে যায় স্বাগতিকরা।
ওপেনার ব্রেন্ডন কিং ৫২ বলে ৬৮ রান করে জয়ের ভিত্তি গড়ে দেন। আট চার ও দুই ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি। শেষের কাজটা সেরে নেন ৩১ রানে অপরাজিত থাকান ডেভন থমাস। ১৯ বলের ইনিংসে এক চার ও দুই ছয় ছক্কা হাঁকান তিনি। ৪ রানে অপরাজিত থাকেন ওডেন স্মিথ। ১৪ রান করেন অধিনায়ক পুরান।
ভারতের হয়ে জাদেজা, অশ্বীন, পান্ডিয়া, আবেশ ও অর্শ্বদ্বীপ ১টি করে উইকেট লাভ করেন।
টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত উইন্ডিজের পেসার ওবেড ম্যাককয়ের বিধ্বংসী বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টি-২০তে অল্পতেই যায়। ভারতীয় ছয় ব্যাটারকে শিকারের দিনে এই পেসার খরচ করেছেন মাত্র ১৭ রান। ৪ ওভারের এক ওভারে কোনো রানই নিতে পারেননি ভারতীয় ব্যাটাররা। এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ক্যারিবিয়ান বোলাররা শুরু থেকে চেপে ধরেন সফরকারীদের। তেমন সুবিধা করতে পারেননি রোহিত শর্মারা। রানের খাতা খুলার আগেই প্রথম উইকেট হারায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তাদেরকে ১৯.৪ ওভারে ১৩৮ রানেই থেমে যেতে হয়।
ক্যারিবিয়ানদের বোলারদের তোপে পড়া ভারতীয় ব্যাটাররা বড় কোনো জুটিই গড়তে পারেননি। ইনিংস সর্বোচ্চ সংগ্রাহক হার্দিক পান্ডিয়া পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন। তবে খুব একটা সফল হননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে দলীয় ১০৪ রানেই তিনি ফিরেন সাজঘরে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন জাদেজা। ২৪ রান আসে পন্থের ব্যাট থেকে। ১১ রান করেন সূর্যকুমার যাদব। ১০ রান করে আসে শ্রেয়ার্স আয়ার ও অশ্বিনের ব্যাট থেকে।
ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাককয় ৪ ওভারে ১৭ রানে ৬টি, জেসন হোল্ডার ৩.৪ ওভারে ২৩ রানে ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০